উভয় বাজারে লেনদেন বেড়েছে
দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবার লেনদেন ও সূচক বেড়েছে। তবে ঈদ-পূর্ববর্তী সময়ে নগদ টাকার চাহিদা তৈরি হওয়ায় বিক্রির চাপ অব্যাহত রয়েছে। এতে সূচকের তেমন উত্থান দেখা যায়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩১৮টি কোম্পানির ১৩ কোটি এক লাখ ৩৯ হাজার ২০৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৯৪ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৭৮ টাকা, যা আগের দিনের চেয়ে নয় কোটি নয় লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৮টির।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ১৪.৪৮ পয়েন্ট বেড়ে ৪৫৭৯.৭৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২.০২ পয়েন্ট বেড়ে ১৭৮৪.১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৬.০৯ পয়েন্ট বেড়ে ১১২৬.৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৪১ কোটি ছয় লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে এক কোটি ৪৬ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত ছিল ৪৬টির দাম। সার্বিক সূচক বেড়েছে ৮১ পয়েন্ট।
লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, এসিআই লিমিটেড, ইফাদ অটোস, ইউনাইটেড এয়ারওয়েজ, অ্যাপোলো ইস্পাত, অলিম্পিক অ্যাকসেসরিজ, স্কয়ার ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : আরামিট সিমেন্ট, বিএসসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এফবিএফআইএফ, আইসিবি এমপ্লয়ি মিউচুয়াল ফান্ড ১ স্কিম ১, অ্যাপোলো ইস্পাত, লিন্ডে বিডি, সুহৃদ টেক্সটাইল, প্রভাতী ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : স্ট্যান্ডার্ড সিরামিকস, অলিম্পিক অ্যাকসেসরিজ, হাক্কানী পাল্প, জিকিউ বলপেন, অ্যাপেক্স ফুডস, মাইডাস ফাইন্যান্স, এসিআই ফরমুলেশন, ইউনাইটেড এয়ারওয়েজ, দেশ গার্মেন্ট ও রংপুর ফাউন্ড্রি।