প্রধান সূচক উত্থানে, কমল লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ সোমবারের (১২ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দুই দশমিক ৪৬ পয়েন্ট। গতকাল রোববারের (১১ জানুয়ারি) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। লেনদেন কমে এদিন ৩৫২ কোটি টাকার ঘরে নেমে এসেছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেনের শুরুতে শেয়ার বিক্রির চাপে সূচক পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ২৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর পতন কমে উত্থানে ফিরে সূচকটি। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় দুই দশমিক ৪৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়িয়েছে চার হাজার ৯৪২ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। ডিএস৩০ সূচক এক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৭ দশমিক ৭৪ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক শূন্য দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৭ দশমিক ৭৪ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৪১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮০ হাজার ৯২২ কোটি ১৯ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৭৯ হাজার ৪৯০ কোটি চার লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৭৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংকের ১৬ কোটি ২৬ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১২ কোটি ৬৪ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১০ কোটি ৬২ লাখ টাকা, ফাইন ফুডসের ১০ কোটি এক লাখ টাকা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আট কোটি পাঁচ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাত কোটি ২৩ লাখ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক