অশুল্ক বাধা দূর করতে ভারত বিশেষ উদ্যোগ নিয়েছে : শ্রিংলা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য বাড়াতে অশুল্কগত বাধা দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক বৈঠকে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরো সহজ করতে ২১টি খাদ্যপণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন নিয়ে রপ্তানি করা হচ্ছে বলে জানান শ্রিংলা। তিনি বলেন, দুই দেশের সংস্কৃতি ও প্রকৃতি একই রকম হওয়ায় কৃষি প্রক্রিয়াজাত শিল্পে দুই দেশের ব্যবসায়ীদের সহযোগিতা বৃদ্ধির আরো সুযোগ রয়েছে।
বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সবজি ও ফলমূলসহ বাংলাদেশের কৃষিজাত পণ্যের রপ্তানির অপার সম্ভাবনা দেখা দিয়েছে। এ সময় দুই দেশের ব্যবসায়ীদের কৃষিপণ্যে যৌথ বিনিয়োগের আহ্বান জানান তিনি।
সেই সঙ্গে এই ধরনের যৌথ বিনিয়োগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন শিল্পমন্ত্রী। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগে সরকারের উদার নীতি গ্রহণ করারও কথা জানান তিনি।