২০ শতাংশ লভ্যাংশ দেবে অ্যাপেক্স ফুডস
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অ্যাপেক্স ফুডসের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে আট কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২ টাকা ৬০ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০৯ টাকা ১৬ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল রোববার এ কোম্পানির শেয়ারের দাম কমে নয় টাকা ৬০ পয়সা। দিন শেষে দাম দাঁড়ায় ১৭২ টাকা ৪০ পয়সা। গত দুই বছরের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ৮২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ১৭৭ টাকা ৮০ পয়সা।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ’১৫-মার্চ ’১৫) কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭৫ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি লোকসান এক টাকা ৩৩ পয়সা। তবে আগের হিসাব বছরের এই তিন মাসে মুনাফা ছিল ২৭ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৪৮ পয়সা।
অন্যদিকে, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত মুনাফা হয় ১৫ লাখ ৫০ হাজার টাকা ও ইপিএস ২৭ পয়সা। তবে এর আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল এক কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস দুই টাকা ২৬ পয়সা।

অর্থনীতি ডেস্ক