কারণ ছাড়াই বাড়ছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। এ শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটির কাছে চিঠি পাঠায়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত সাত কার্যদিবসের ছয়দিন প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে। গত ২৬ আগস্ট এর দর ছিল ৪৮ টাকা, যা ৬ সেপ্টেম্বর দাঁড়ায় ৬৯ টাকায়। এ সময়ে এর দাম বেড়েছে ২০ টাকা।
ডিএসইতে আজ রোববার প্রতিষ্ঠানের দর ৮ দশমিক ৬৮ শতাংশ বা পাঁচ টাকা ৫০ পয়সা বাড়ে। দিনভর দাম ৬১ টাকা ৬০ পয়সা থেকে ৬৯ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৬৮ টাকা ৯০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ৬৩ টাকা ৪০ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন হিসাব বছরে কর-পরবর্তী আয় ৬৫ লাখ ৪০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় দশমিক ৫০ পয়সা। আর নিট সম্পদমূল্য (এনএভি) আট টাকা ১১ পয়সা।
২০১৫ সালের চলতি তৃতীয় প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৫১ পয়সা। আর কর-পরবর্তী নিট আয় ৬৭ লাখ ২০ হাজার টাকা। শেয়ারের দাম-আয় অনুপাত (পিই) ১০১ দশমিক ৩২।

নিজস্ব সংবাদদাতা