রেনউইক যজ্ঞেশ্বরের এজিএম ২৪ ডিসেম্বর

বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ২৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়ায় কারখানা প্রাঙ্গণে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে। এর আগে কোম্পানিটির এজিএম ২০ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। এ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে তিন টাকা আট পয়সা। তবে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩০ টাকা ৬১ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয় পাঁচ টাকা ৫৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট দায় ৩১ টাকা ৫১ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৩৫ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ২৫৪ টাকা ৬০ পয়সা।
১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন দুই কোটি টাকা। কোম্পানির মোট ২০ লাখ শেয়ারের মধ্যে সরকারের ৫১ দশমিক শূন্য ৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৮ দশমিক ৯৩ শতাংশ রয়েছে।