ব্যবসায়িরা কাল চামড়ার দর ঘোষণা করবেন
ব্যবসায়িরা এ বছরের কোরবানির পশুর চামড়ার দর আগামীকাল শুক্রবার ঘোষণা করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।
জ্যেষ্ঠ সচিব জানান, ব্যবসায়িরা কোরবানির পশুর চামড়ার দাম আগামীকাল ঘোষণা করবেন। আমি তাদের একটি গ্রহণযোগ্য দাম নির্ধারণ করতে বলেছি। যাতে কেউ ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হয়।
এক প্রশ্নের জবাবে মামুন বলেন, মূল্য ঘোষণার পর দেখা যাবে, এটি কম না বেশি হলো। এর আগে গত ৫ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ট্যানারি শিল্প মালিকদের সঙ্গে এক বৈঠকে অবিলম্বে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণের আহ্বান জানান।
ট্যানারি শিল্পের প্রতিনিধিরা আজ বাণিজ্য সচিবের সঙ্গে তাঁর কার্যালয়ে পুনরায় বৈঠকে বসেন এবং আগামীকাল চামড়ার দর ঘোষণা করার সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক এম শওকত উল্লাহ আজ জানান, তারা আগামীকাল সকালে প্রেস ব্রিফিং করে মূল্য ঘোষণা করবেন। এর আগে আন্তর্জাতিক বাজার মূল্য পর্যালোচনা করে এবং শিল্পের সবার সঙ্গে বৈঠক করে মূল্য নির্ধারণ করা হবে।
গত বছর ঢাকায় প্রতি ফুট চামড়ার দর নির্ধারণ করা হয়েছিল ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৫০ টাকা।