ব্রয়লার মুরগি ও সবজির দাম কমেছে, বেড়েছে মাছের
সবজিতে ফিরেছে স্বস্তি, কমে এসেছে দাম। পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কমে গেছে। তবে মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে। আজ শুক্রবার (৯ জুন) রাজধানীর কারওয়ান বাজার, শনির আখড়া, হাতিরঝিল, রামপুরাসহ বিভিন্ন বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে।
সবজির বাজারে দেখা গেছে, বেশির ভাগ সবজি এখন ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে সজনে, কাকরোল, বরবটি, কচুর লতিসহ কয়েক ধরনের সবজি এখনও ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে। আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এরমধ্যে করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঝিঙা ৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা, গাজর ৮০ টাকা, চাল কুমড়া ও জালি প্রতি পিস ৪০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, টমেটো ৮০ টাকা, মূলা ৪০, কাঁকরোল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া পেঁয়াজের দামও অনেকটা কমেছে। বর্তমানে কেজিপ্রতি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কমে এখন ৬০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া ও পাঙাস মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ২০০ থেকে ২২০ টাকা, কই মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা, শিং মাছ ৫০০ টাকা, পাবদা ৪০০ টাকা, কাতল ৪০০ টাকা, রুই ৩৫০ থেকে ৩৮০ টাকা, পাঙাস ২০০ টাকা, কাচকি মাছ ৩৫০ টাকা, চিংড়ি আকার অনুযায়ী ৬০০ থেকে ৮০০ টাকা, টেংরা ৬৫০ টাকা ও তেলাপিয়া মাছ ২৫০ টাকা, শোল মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৭০০ টাকা, ছোট বোয়াল ৬০০, বাইম মাছ ৭০০ টাকা ও রূপচাঁদা মাছ প্রতি কেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে মাংসের বাজারে গিয়ে দেখা গেছে, ২১০ থেকে ২২০ টাকা দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা। যা গত সপ্তাহেও ৩০০ টাকার আশপাশে ছিল। ফার্মের মুরগির ডিমের ডজন ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।