নিউইয়র্কের রেমিট্যান্স মেলায় এসআইবিএল-এর স্টল

বাংলাদেশি অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হিল্টন মিড টাউনে দুই দিনব্যাপী বাণিজ্য ও রেমিট্যান্স মেলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন ব্যাংকের পরিচালক মাহমুদুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।
এসময় ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান আকমল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মেলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের স্টল পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ও বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
মেলায় বৈধপথে রেমিট্যান্স প্রেরণের উপর গুরুত্বারোপ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের নানামুখী সেবা পণ্য ও সুযোগ সুবিধার কথা তুলে ধরা হয়।