নরসিংদীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলায় ৫৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছে।
শনিবার (২১ অক্টোবর) এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
অনুষ্ঠানে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, বেলাব, রায়পুরা ও মনোহরদী উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়।
এ সময় নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুর রহমান, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম ও উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল আলম ও ভিপি এবং সিকিউরিটি ও লজিস্টিকস প্রধান মো. গালিব আসাদউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল ইসলাম ও শুকুন্দী ইউনিয়নের চেয়ারম্যান ছাদেকুর রহমান শামীমসহ এনসিসি ব্যাংক নরসিংদী ও মধাবদী শাখার ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, নরসিংদী জেলার প্রান্তিক কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবেন এবং পুরো এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এ কার্যক্রম সহায়ক হবে।
এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম বলেন, ‘এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ, কৃষি গবেষণা কাজ এবং উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণে এনসিসি ব্যাংক বিশেষ ভূমিকা রাখবে।’
এ ছাড়া, সারা দেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন মো. মাহবুব আলম।