দুই ক্যাটারিগরিতে সেরা করদাতা বাবা-ছেলে
সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে ফের সেরা করদাতা নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপের কর্ণধার, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। আর ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন মন্ত্রীর ছেলে ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী গোলাম মূর্তজা পাপ্পা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রকাশিত সেরা করদাতা তালিকায় এ তথ্য জানা গেছে।
২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৪ প্রতিষ্ঠান ও ১১টি অন্যান্য শ্রেণিতে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা গেজেটে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, এক যুগের বেশি সময় ধরে সেরা করদাতা নির্বাচিত হয়ে আসছেন গোলাম দস্তগীর গাজী। তার ছেলে গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী গোলাম মূর্তজাও প্রায় অর্ধ যুগ ধরে সেরা করদাতা নির্বাচিত হয়ে আসছেন।