ঠান্ডায় হার মানেনি আইসক্রিম, আনন্দে ভাসছে সব বয়সীরা
মেলায় চাই আইসক্রিম! ছোট-বড় সব বয়সীদের তালিকায় থাকে এটি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবারই দেখা যায় এই দৃশ্য। এবার শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সেই নিয়মে পড়েনি ঘাটতি। শীতকে তোয়াক্কা না করেই আইসক্রিম উপভোগ করছে অনেকেই। তাই এই পণ্যের প্যাভিলিয়নে ভিড়ও অন্য সবগুলোর থেকে বেশি। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বাণিজ্য মেলায় আইসক্রিমের প্যাভিলিয়নগুলোতে ঘুরে দেখা মিলেছে এমন চিত্র।
অন্য পাঁচ দিনের তুলনায় আজ ছুটির দিনে বাণিজ্য মেলার ২৮তম আসর ছিল বেশ জমজমাট। শুরুর দিকে তীব্র শীতে মেলা না জমলেও ষষ্ঠ দিনের বিকেলটি ছিল অন্যরকম। বিশেষ করে ইগলু ও পোলার আইসক্রিম প্যাভিলিয়নে ভিড় ছিল চোখে পড়ার মতো।
পোলার প্যাভিলিয়নে কথা হয় আইসক্রিমপ্রেমী আরমান ইমতিয়াজের সঙ্গে। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘মেলায় এসেছি আর আইসক্রিম খাব না, তা কি হয়?’ ‘আইসক্রিম আমার খুবই পছন্দের। আমার কাছে, মেলা মানেই ইচ্ছামতো আইসক্রিম খাওয়া’, বলেই হেসে দেন তিনি।
বেসরকারি কোম্পানিতে চাকরিজীবী আনজুমান আব্বাসি বলেন, আমার ঠান্ডা লেগেছে। আজ ছুটির দিন ছিল। তাই মেলায় এসেছি। মেলায় এসে আইসক্রিম দেখে লোভ সামলাতে পারছি না। যা হবার হবে, আইসক্রিম খাচ্ছি, খাব। প্রয়োজনে বাসায় ফিরে একটি এন্টি হিস্টামিন (ঠান্ডার ওষুধ) খেয়ে নেব।
মেলায় আইসক্রিম খেলে ছোটবেলার কথা মনে পড়ে যায় জানিয়ে রহমান আজিজ এনটিভি অনলাইনকে বলেন, আইসক্রিম খেতে খুব ভালোবাসি। আইসক্রিম দেখে লোভ সামলাতে পারি না। তাই মেলায় ঢুকে আইসক্রিমের প্যাভিলিয়ন দেখেই ছুটে এলাম। পছন্দের চকবার খাচ্ছি।
আজিজের কোলে তার আড়াই বছরের হাস্যোজ্জ্বল মেয়ে তাবানা। বাবার আইসক্রিম খাওয়া দেখছে আর হাসছে। নিজেও খাচ্ছে। বাবা-মেয়ের এই আইসক্রিম খাওয়ার দৃশ্য অনেকেই দেখছিল উৎসুক হয়ে। বাবার কথা শেষে হতেই তাবানা ভাঙা ভাঙা আদুরে শব্দ জড়ে বলল, আমিও আইসক্রিম খেতে ভালোবাসি।
পোলারের প্যাভিলিয়নের একাধিক আইসক্রিম বিক্রেতা বলেন, এবারের মেলায় বিভিন্ন আইটেমের আইসক্রিম নিয়ে পোলার হাজির হয়েছে। এবারে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে চকবার ও কোণ আইসক্রিম। মেলার শুরু থেকে আইসক্রিম বিক্রি করেছি। তবে, আজ বিক্রির বেশি হচ্ছে। একই কথা বললেন ইগলু আইসক্রিমের একাধিক বিক্রেতারা।