আইএফআইসি ব্যাংকে মধুমাস উৎসব

আইএফআইসি ব্যাংকের মধুমাস উৎসব ২০২৪ অনুষ্ঠান। ছবি : আইএফআইসি ব্যাংক
আইএফআইসি ব্যাংক আয়োজন করেছে আইএফআইসি মধুমাস উৎসব। আজ বুধবার (৩ জুলাই) আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় মধুমাস উৎসব উদযাপন করা হয়।
ব্যাংকের সব গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে আয়োজিত মধুমাস উৎসবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিতুর রহমান, মো. রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্রাহকরা।
সারাদেশের এক হাজার ৪০০টির বেশি শাখা-উপশাখা নিয়ে আইএফআইসির মাসব্যাপী প্রতিটি শাখা- উপশাখায় উদযাপিত হবে আইএফআইসি মধুমাস উৎসব ২০২৪।