আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ
চলতি বছরের গত দুই মাসের (মে থেকে জুন) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য রাষ্ট্রগুলোর আমদানির বিল ১ দশমিক ৪২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। আকুর আমদানি এই বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) দাঁড়ায় ২০ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্বীকৃত বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করে কেন্দ্রীয় ব্যাংক আজ বুধবার (১০ জুলাই) রিজার্ভের এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র সাইফুল ইসলাম আজ বুধবার রাতে এনটিভি অনলাইনকে বলেন, আকুর সদস্য রাষ্ট্রগুলোর গত মে-জুন এই দুই মাসের আমদানি বিলের ১ দশমিক ৪২ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে আকুর এই বিল সমন্বয় করা হয়।
আকুর বিল আগের চেয়ে কমেছে জানিয়ে সাইফুল ইসলাম বলেন, আগে মার্চ-এপ্রিল এই দুই মাসের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল। আমদানি নিয়ন্ত্রণে থাকায় এবারে আকুর বিল কমেছে। আকুর বিল পরিশোধের পর গ্রস হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার।
এদিকে আইএমএফ সহ কয়েকটি দাতা সংস্থা থেকে ঋণ পাওয়ার পর বেড়েছিল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে গত দুই মাসের (মে থেকে জুন) আকুর বিল পরিশোধের পর সেই রিজার্ভ কমলো। গত ২ জুলাই গ্রস হিসাবে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। বিপিএম৬ পদ্ধতির হিসাবে ২ জুলাই রিজার্ভে ছিল ২১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।