প্রিমিয়ার ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা মহাখালীতে
গ্রাহকদের আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদান লক্ষ্যে মহাখালী ইসলামী ব্যাংকিং শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করেছে দি প্রিমিয়ার ব্যাংক। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ৮ মহাখালী বা/এ, ঢাকা ১২১২, এমএস সেন্টার, নিচ ও দ্বিতীয় তলা এ ঠিকানায় নতুন শাখাটির উদ্বোধন করা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, উপব্যবস্থাপনা পরিচালক এবং উত্তরা শাখার প্রধান মো. ফায়েজুর রহমান তালুকদার, উপব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, উপব্যবস্থাপনা পরিচালক এবং মহাখালি শাখার প্রধান এস এম ওয়ালি উল মোর্শেদ, মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান, ম্যাঙ্গো টেলি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এ মান্নান খান ও মোশারফ গ্রুপের চেয়ারম্যান মোশারফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং ইসলামিক ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য অতিথিরা।

নিজস্ব প্রতিবেদক