চাকরি ফিরে পেতে চাকরিচ্যুত ব্যাংকারদের মানববন্ধন
চাকরি ফিরে পেতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংকাররা। আজ সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চাকরি ফিরে পেতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেন তারা। এসময় চাকরি ফিরে পেতে ভুক্তভগি ব্যাংকাররা গভর্নর ড. আহসান এইচ মনসুরকে চিঠিও দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সামনে চাকরিচ্যুত ও পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংককর্মীরা বলেন,করোনাকালে দেশের বেশকিছু বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন অজুহাতে গণহারে ব্যাংকারদের ছাঁটাই করে। ওইসময় চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংককর্মীদের চাকরিতে পুনর্বহালের জন্য নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি চাকরি ফিরিয়ে দিতে ব্যাংকারদের পক্ষে হাইকোর্ট রুল জারি করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সেই নির্দেশনার ৩ বছর পার হলেও তার কোন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। নির্দেশনার পর একজনকেও চাকরিতে আজ পর্যন্ত পুনর্বহাল করা হয়নি। এক কথায় হাইকোর্টের রুল ও বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা মোটেও পাত্তা দেয়নি অভিযোগ করেছেন চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংককর্মীরা। মানববন্ধনে বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মো. মাহবুব আলম এ জেড এম রিয়াদ খান, ইস্টার্ন ব্যাংকের ইমন কুমার চৌধুরী, যমুনা ব্যাংকের মো. রফিকুল ইসলাম প্রমুখ।