অনলাইনে ২০ হাজার করদাতার রিটার্ন দাখিল
২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ৯ সেপ্টেম্বর থেকে এই সিস্টেম উন্মুক্ত হয়। এরই মধ্যে ২০ হাজার করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন বলেন, এবিআরের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। অত্যন্ত সহজ এবং স্বাচ্ছন্দ্য হওয়ায় ইতোমধ্যেই স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২১ সেপ্টেম্বর পর্যন্ত ২০ হাজার আয়কর রিটার্ন দাখিল করেছেন। যেসব করদাতা ইতোমধ্যে সফলভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন তাদেরকে এনবিআর পক্ষ থেকে অভিনন্দন।
সৈয়দ এ মু’মেন বলেন, ব্যক্তি করদাতাদেরকে যথাসময়ে www.etaxnbr.gov.bd পোর্টাল ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য এনবিআর থেকে অনুরোধ করা যাচ্ছে।