ভারতের চাল নিয়ে মোংলা বন্দরে দুই জাহাজ
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি হওয়া ১৬ হাজার ৪০০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে নোঙর করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভারতের ধামরা বন্দর থেকে সাত হাজার ৭০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরের সাত নং মুরিং বয়ায় নোঙর করে পানামা পতাকাবাহী ‘বিএমসি আলফা’। আর থাইল্যান্ড পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি ভারতের কলকাতা বন্দর থেকে আট হাজার ৭০০ মেট্রিক চাল নিয়ে নোঙর করে ফেয়ারওয়ে বয়াতে।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইন্সের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানান, আগামী ৩ ফেব্রুয়ারি এ চাল খালাস শুরু হবে।
মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানায়, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ মেট্রিক টন চাল। তার মধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০ ভাগ চাল। বাকিটা খালাস হবে চট্টগ্রাম বন্দরে।
চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, এটি ভারত থেকে আসা উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে করে মোট ১৬ হাজার ৪০০ মেট্রিক টন চাল রয়েছে।
আব্দুস সোবাহান বলেন, রোববার (২ ফেব্রুয়ারি) আমদানি করা এ চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা করা হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) খালাস প্রক্রিয়া শুরু হবে।
এর আগে এই চালের প্রথম চালানে গত ২০ জানুয়ারি ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে আসে পাঁচ হাজার ৭০০ মেট্রিক টন চাল।