জার্মানিতে উচ্চশিক্ষায় ভিসা প্রক্রিয়া সহজ করতে প্রাইম ব্যাংক ও কোরাকলের চুক্তি

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে প্রাইম ব্যাংক পিএলসি ও জার্মানির ব্লক্ড অ্যাকাউন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোরাকল জিএমবিএইচের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে এ সংক্রান্ত এক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী ও কোরাকলের পক্ষে প্রতিষ্ঠানটির বাংলাদেশ পরিচালক ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেখ হাফিজ মঈন স্বাক্ষর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব স্টুডেন্ট ব্যাংকিং আসাদ বিন রশিদ, চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রাবিউল হাসান, প্রোডাক্ট ম্যানেজার ও বিজনেস লিড (স্টুডেন্ট ব্যাংকিং) নাফিস উদ্দিন মেহরানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের ফলে শিক্ষার্থীরা প্রাইম ব্যাংক থেকে ব্লক্ড অ্যাকাউন্টে অর্থ পাঠানোর পরই সুইফট বার্তার ভিত্তিতে কোরাকল দ্রুত ফান্ড প্রাপ্তির নিশ্চিতকরণ সনদ ইস্যু করবে। জার্মান ভিসা ইন্টারভিউর জন্য এটি একটি বাধ্যতামূলক শর্ত, যা সাধারণত জার্মানির নির্দিষ্ট অ্যাকাউন্টে অর্থ জমা হওয়ার পরেই প্রদান করা হয়।
চুক্তির ফলে শিক্ষার্থীদের অর্থ পাঠানোর ক্ষেত্রে যে বিলম্ব হতো, তা দূর হবে। পাশাপাশি শিক্ষার্থী ও অন্যান্য ভিসা আবেদনকারীদের জন্য আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত হবে।