কমলো নীতি সুদহার

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বাজারে তারল্য প্রবাহ নিশ্চিত করাসহ বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার (রেপো রেট) কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা আজ বুধবার (১৬ জুলাই) থেকে কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ জানায়, তারল্য ব্যবস্থাপনায় সুসংহত করার লক্ষ্যে নীতি সুদহার করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৮ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার আগের মতো ১১ দশমিক ৫০ শতাংশে বহাল থাকবে। এছাড়া ওভারনাইট রেপো রেটও ১০ শতাংশে অপরিবর্তিত রয়েছে।