২৪ দিনে প্রবাসী আয় এলো ২৭ হাজার ২৫৪ কোটি টাকা

চলতি সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৭ হাজার ২৫৪ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) ৮৫৪ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৯০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ১৭ শতাংশ।
অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৭১৩ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৬০৪ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০৮ কোটি ৯০ লাখ ডলার।