বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি বিনিয়োগকারীরা

বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি বিনিয়োগকারীরা। খাতগুলো হলো- তথ্যপ্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স, খাদ্য ও পানীয় শিল্প, নির্মাণ এবং জ্বালানি বলে জানিয়েছেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরী।
আজ বুধবার (৮ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিনদিনব্যাপী ‘সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫’ সমাপনী অনুষ্ঠানে আশরাফুল হক চৌধুরী একথা বলেন।
বাংলাদেশ পোশাক খাত ছাড়াও সফটওয়্যার, তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে বিশ্বে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে জানিয়ে আশরাফুল হক চৌধুরী বলেন, এই সম্ভাবনার অংশীদার হতে চান সৌদি উদ্যোক্তারা। দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে শিগগির সৌদি আরবে শো কেস বাংলাদেশ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলো সৌদি বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হবে।
বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে অনেক এগিয়ে মন্তব্য করে সৌদি কোম্পানি হ্যালিওপার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল স্যাসেন বলেন, সফটওয়্যার ও সেমিকন্ডাক্টর তৈরিতেও বাংলাদেশ এখন বিশ্বমানের কাজ করছেন। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী আছে, যারা কাজ করতে অত্যন্ত আগ্রহী। এ কারণেই দেশের অর্থনীতির জন্য সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।