১৩ দিনে রেমিট্যান্স এল ১৫ হাজার ৪৯৪ কোটি টাকা

মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৫ হাজার ৪৯৪ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ১৩ দিনে প্রবাসী আয় এসেছিল ১০০ কোটি ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৭ কোটি ডলার বা ২৬ দশমিক ৯০ শতাংশ।
এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৮৮৫ কোটি ৬০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭৫৪ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৩১ কোটি ৩০ লাখ ডলার বা ১৭ দশমিক ৪০ শতাংশ।