সাজ্জাদ রহিম চৌধুরীর বিষয়ে স্পষ্ট বার্তা দিল বার্জার পেইন্টস

সম্প্রতি একটি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি মামলায় অভিযুক্ততার বিষয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জনাব সাজ্জাদ রহিম চৌধুরীকে নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন সম্পর্কে আমরা আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করছি।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, উল্লিখিত বিষয়টি এমন এক সময়ের সঙ্গে সম্পর্কিত, যখন জনাব চৌধুরী টেলিকম খাতের একটি ভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় পদে কর্মরত ছিলেন। বিশেষভাবে উল্লেখ্য, এটি জনাব চৌধুরীর ব্যক্তিগত কোনো মামলা নয় এবং এর সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডও কোনোভাবে জড়িত নয়।
বার্জার পেইন্টস বাংলাদেশ সর্বদা সর্বোচ্চ আর্থিক সততা, স্বচ্ছতা ও নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো আর্থিক অনিয়ম বা অনৈতিক কার্যক্রমেরও কোনো অভিযোগ নেই।
তাই আমরা আমাদের সকল অংশীজন ও সর্বসাধারণকে যাচাই-বাছাই করা তথ্যের ওপর নির্ভর করতে এবং কোনো ধরনের অনুমান বা গুজব থেকে বিরত থাকতে বিনীত আহ্বান জানাচ্ছি। বার্জার পেইন্টস বাংলাদেশ সম্পূর্ণ জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে তার কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে সর্বদা সমর্থন দিয়ে পাশে থাকার জন্য আমাদের শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী ও সংশ্লিষ্ট সকলের কাছেই আমরা কৃতজ্ঞ।