প্রাইম ব্যাংকের সিএফও হলেন জসিম উদ্দিন

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের (এফএডি) প্রধান হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ জসিম উদ্দিন। আজ সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এ তথ্য জানায়।
জসিম উদ্দিন ২০০৫ সাল থেকে প্রাইম ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘ এই সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে আইসিসিডি বিভাগের প্রধান, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ডিভিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ট্রাস্ট ব্যাংক, পিকেএসএফ ও প্রাইম ব্যাংকসহ প্রায় ২৫ বছরের বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ জসিম উদ্দিনের। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।
প্রাইম ব্যাংক নতুন দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ জসিম উদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানায় এবং ব্যাংকের আর্থিক উৎকর্ষতা ও কার্যকর ব্যবস্থাপনা এগিয়ে নিতে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে।