১৯ দিনে প্রবাসীরা পাঠালেন ২০ হাজার ৮৬২ কোটি টাকা

মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি অক্টোবরের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২০ হাজার ৮৬২ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। আজ সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় এসেছিল ১৫৩ কোটি ৯০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৭ কোটি ১০ লাখ ডলার বা ১১ দশমিক ১০ শতাংশ।
এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯২৯ কোটি ৫০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৮০৮ কোটি ২০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২১ কোটি ৩০ লাখ ডলার বা ১৫ শতাংশ।