২০ দিনে সাত শতাংশ বেড়েছে প্রবাসীদের আয়
চলতি অক্টোবরের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২১ হাজার ৭১৬ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ২০ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬৬ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১ কোটি ৯০ লাখ ডলার বা সাত দশমিক ১০ শতাংশ।
এদিক, চলতি বছরের ১ জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৩৬ কোটি ৫০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৮২০ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১১৬ কোটি ১০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক