আট দিনে প্রবাসীদের আয় বেড়েছে ২১ শতাংশ
ডলারের ছবি
চলতি ডিসেম্বর মাসের প্রথম আট দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১২ হাজার ২৯৭ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে সোমবার (৮ ডিসেম্বর) এক হাজার ৫৯৮ কোটি ২০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের ডিসেম্বরের প্রথম আট দিনে প্রবাসী আয় এসেছিল ৮৩ কোটি ১০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ২০ শতাংশ।
এদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক হাজার ৪০৪ কোটি ৬০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ১৯৬ কোটি ৯০ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক