একীভূত পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগ
নানা অনিয়মে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক পরিচালনায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে আলোচিত এই পাঁচ ব্যাংক একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর।
পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শওকত উল আলমকে। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক হয়েছেন সালাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক হয়েছেন বদিউজ্জামান দিদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক আবুল হাশেম ও গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক হয়েছেন মাকসুদুজ্জামান।
প্রশাসক শওকত উল আলমের পাশাপাশি এক্সিম ব্যাংকের এইচআর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ আহমেদ জামি, অপারেশনে মো. রাইসুল ইসলাম, ফাইন্যান্সে মো. আবদুল আওয়াল চৌধুরী ও আইটিতে মাসুমা বেগম। গ্লোবাল ইসলামী ব্যাংকের এইচআর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শাহজাহান, অপারেশনে মোহাম্মদ আবুল্লাহ আল মামুন, আইটিতে মো. শরিফুল ইসলাম ও ফাইন্যান্সে মো. কাউসার পাঠান। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এইচআর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ আনসারুল কবির, ফাইন্যান্সে মোহাম্মদ ফয়সাল খান, অপারেশনে মো. ওমর ফারুক এবং আইটিতে বিশ্বজিৎ কুমার দে।
ইউনিয়ন ব্যাংকের এইচআর প্রধান হিশেবে দায়িত্ব পালন করবেন কাজী আব্দুল মান্নান, ফাইন্যান্সে মো. তরিকুল ইসলাম, অপারেশনে সাগর হোসাইন এবং আইটিতে মো. আল-মেহেদি হাসান। সোশ্যাল ইসলামী ব্যাংকের এইচআর প্রধান হিশেবে দায়িত্ব পালন করবেন হামাদা আব্দুল আতি, ফাইন্যান্সে রওসন আকতার, অপারেশনে রাশেদুল ইসলাম ও আইটিতে ডা. মোহাম্মদ বজলুল করিম।

নিজস্ব প্রতিবেদক