দেড় বছরের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে
২০২৭ সালের জুলাই অর্থাৎ আগামী দেড় বছরের মধ্যে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, বিমা কোম্পানিসহ সব আর্থিকপ্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন (ক্যাশলেস) ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এ ব্যবস্থায় ক্যাশ-আউট করার প্রয়োজন হবে না বলে তিনি উল্লেখ করেন।
আজ সোমবার (২৪ নভেম্বর) ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশনের মোজালুপের সঙ্গে আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান, নিরাপত্তাজনিত কারণে চুক্তিটি ভার্চুয়ালি করা হয়েছে। মোজালুপভিত্তিক নতুন প্ল্যাটফর্মটির নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)।
গভর্নর বলেন, আমাদেরকে ক্যাশলেস হতেই হবে। এখানে ব্যত্যয় ঘটার কোনো স্কোপ নেই। মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস), ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অপারেটরস, পিএসপি যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইড করেন, মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন্স, ক্রেডিট কার্ড ইসুয়ার— সবাইকে আমরা একটা সিস্টেমের মধ্যেই নিয়ে আসব এই ইন্টার অপারেটিভির মাধ্যমে।
মোজোলুপ সম্পর্কে গভর্নর বলেন, পৃথিবীর অনেক দেশে এটাকে এডাপ্ট করা হয়েছে। ইটস এ ফাংশনাল, প্রুভেন টেকনোলজি। আমরা নতুন কিছু আনছি না, যেটা আনপ্রুভেন, আনটেস্টেড। আমরা একটা টেস্টেড টেকনোলজি নিয়ে আসছি। আমরা আশা করব, এটাকে আমরা আরও এক্সপ্যান্ড করতে পারব, এটাকে আরও বাংলাদেশের কনটেক্সটচুয়ালাইজ করে নিতে পারব এবং সেটাকে বাংলাদেশের কনটেক্সটে আমরা ব্যবহার করতে পারব বৃহৎ আকারে। কারণ বাংলাদেশের ইকোনমি অনেক বড় এবং বাংলাদেশের জনসংখ্যা আরও অনেক বড়। কাজেই এখানে এটার ব্যবহারটা অনেক বেশি হবে, দ্রুত হবে। আমাদের যে ক্যাশলেস জার্নি তার সাথে সংগতিপূর্ণ করে আমরা এটাকে এগিয়ে নেব।
তিনি বলেন, আজ থেকেই অফিশিয়ালি আমাদের এই কার্যক্রমটা শুরু হবে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। দেড় বছরের মধ্যে অর্থাৎ ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ফুললি অপারেবল সিস্টেম চালু হয়ে যাবে। তার আগে থেকেই হয়তো টেস্টিং এবং আংশিক অপারেশন চালু হতে চালু হয়ে যাবে। আমরা চাচ্ছি দ্রুততম সময়ে সবাইকে এর আওতায় নিয়ে আসার জন্য।

নিজস্ব প্রতিবেদক