সূচক উত্থানের ২৪ মিনিটে লেনদেন ৬৯ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (২১ জানুয়ারি) শুরুর প্রথম ২৪ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ২৪ মিনিটে লেনদেন হয়েছে ৬৯ কোটি চার লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম ১৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর
সূচকটি উত্থান গতি কিছুটা কমে আসে। লেনদেন শুরুর প্রথম ২৪ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১৬ দশমিক ৩৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ১২৫ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক তিন দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭৪ দশমিক ৪৬ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৩ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৯টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের পাঁচ কোটি ২৭ লাখ টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের তিন কোটি ৯৫ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের দুই কোটি ৫৭ লাখ টাকা, টেকনো ড্রাগসের দুই কোটি ৪৭ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দুই কোটি ২৬ লাখ টাকা, খান ব্রাদার্সের দুই কোটি ১৮ লাখ টাকা, স্কয়ার ফার্মার এক কোটি ৮৭ লাখ টাকা এবং রবি আজিয়াটার এক কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক