বেক্সিমকোর সম্পদ নিলামে তুলছে জনতা ব্যাংক
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত অ্যাপোলো অ্যাপারেলসের ৮১৬ কোটি টাকার খেলাপি ঋণ উদ্ধারে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, জনতা ব্যাংকের লোকাল অফিস অ্যাপোলো অ্যাপারেলসকে রপ্তানি এলসি ও কন্ট্রাক্টের বিপরীতে ব্যাক-টু-ব্যাক এলসি, ইডিএফ সুবিধা, প্যাকিং ক্রেডিট ও অন্যান্য রপ্তানি কার্যক্রমের জন্য ২৫১ কোটি টাকা ঋণ দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি এসব ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়। ফলে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত সুদসহ মোট পাওনা দাঁড়ায় ৮১৬ কোটি টাকা, যা এখন খেলাপি হিসেবে শ্রেণিভুক্ত।
ব্যাংকটি এখন এই খেলাপি ঋণ উদ্ধারে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, তফসিলে উল্লেখিত ব্যাংকের কাছে বন্ধক রাখা স্থাবর ও অস্থাবর তৃতীয় পক্ষের সম্পত্তি এবং ঋণের জামানত হিসেবে রাখা কারখানার মজুত পণ্য নিলামে বিক্রি করা হবে। আগামী ৭ ডিসেম্বর ঢাকার মতিঝিলে জনতা ব্যাংকের অফিসে এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
বিস্ময় প্রকাশ করে বেক্সিমকোর টেক্সটাইল ও গার্মেন্টস বিভাগের এইচআর ও কমপ্লায়েন্স প্রধান খালিদ শাহরিয়ার বলেন, নতুন বিনিয়োগ নিয়ে আমরা আলোচনা করছি। ইতিবাচকভাবে সবকিছু এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক এমন সময়ে ব্যাংকের জনতা ব্যাংকের এই নোটিশ প্রকাশ করেছে। এ বিষয়টি আমাদের আইনি টিম পর্যালোচনা করছে।

নিজস্ব প্রতিবেদক