নির্বাচনের আগেই এনবিআর দুই ভাগ হবে
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজনের প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার সম্পন্ন করবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এখনও সময় আছে। এটি এখনও সম্পন্ন হয়নি, তবে চলতি জানুয়ারি বা ১২ ফেব্রুয়ারির মধ্যেই আপনারা দেখতে পাবেন। সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে। মাত্র একটি ছোট বিষয় বাকি রয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেই এটা হবে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক দুটি সভায় সভাপতিত্ব শেষে সাংবাদিকদের কাছে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
পূর্বের আশ্বাস সত্ত্বেও ২০২৫ সালের শেষ নাগাদ এনবিআর বিভাজন চূড়ান্ত করা সম্ভব হয়নি স্বীকার করে অর্থ উপদেষ্টা বলেন, তবে প্রক্রিয়াটি সঠিক পথেই রয়েছে। কেবল কিছু অবশিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছে। সরকার নিজেই এই প্রক্রিয়াটি এগিয়ে নিচ্ছে। এই সংস্কারের লক্ষ্য হলো এনবিআরকে দুটি স্বতন্ত্র বিভাগে ভাগ করা, একটি কর নীতি প্রণয়নের দায়িত্বে এবং অন্যটি কর আদায় ও প্রশাসনের দায়িত্বে। রাজস্ব আদায়ের দক্ষতা, স্বচ্ছতা ও রাজস্ব আহরণ বাড়াতে উন্নয়ন সহযোগী, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের দীর্ঘদিনের সুপারিশ অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দীর্ঘদিনের জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি পৃথক বিভাগ-রাজস্ব নীতি বিভাগ (আরপিডি) ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ (আরএমডি) গঠন করা হয়। কর নীতি প্রণয়নকে রাজস্ব আদায় কার্যক্রম থেকে আলাদা করার মাধ্যমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর এই পদক্ষেপকে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাকে আধুনিক করার জন্য একটি প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার হিসেবে বর্ণনা করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক