গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। ছবি : এনটিভি
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশের তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘আজ বিকেলে ফলাফল প্রকাশ হয়েছে। মোট পরীক্ষার্থী ছিল ৬৭ হাজার ১১৭ জন। উপস্থিতির হার ৯৪ দশমিক ছয় শতাংশ।’
গত ২৪ অক্টোবর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘বি’ ইউনিটের ফলাফলের লিংক- https://gstadmission.ac.bd/admission-result/get-form

জবি সংবাদদাতা