ছয় যুগপূর্তিতে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলন মেলা
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ছয় যুগ। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে তাই বইছে আনন্দের ঝর্ণাধারা। আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী মিলন মেলা। আজ শনিবার উদ্বোধন করা হয় বর্ণাঢ্য আয়োজনের।
প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা উদযাপন পর্ষদ বেলা ১২টায় বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে ছয় যুগপূর্তি ও মিলন মেলার বেলুন এবং কবুতর উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনেকদিন পর সহপাঠিকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন। ব্যস্ত হয়ে ওঠেন গল্পে। ফিরে যান যেন পুরোনো দিনে। চঞ্চলতায় দিন পার করতে দেখা যায় তাঁদের। কেউ কেউ নতুন করে দিনটিকে ধরে রাখতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন, করেন ভিডিও।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা উদযাপন পর্ষদের সভাপতি মো. জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাদিরা খাতুন, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, সমাজসেবক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মোর্তুজা স্বপন ।
বিদ্যালয়টিতে আগে প্রাথমিকে বালকরাও পড়ত। সে সময়ের শিক্ষার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক শিক্ষার্থী অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরা, ডা. ফাতেমা আশরাফ, উদযাপন পর্ষদের সদস্য সচিব জ্যেষ্ঠ শিক্ষক মো. আকতারুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে সাবেক শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, স্মৃতিচারণ অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশের প্রখ্যাত লালনগীতি শিল্পী ফরিদা পারভীন, জনপ্রিয় রকব্যান্ড ‘শিরোনামহীন’, ক্লোজআপ তারকা ঝিলিক ও মুহিন সংগীতানুষ্ঠানে দর্শক মাতাবেন।