জবিতে ক্লাস অফলাইনে নাকি অনলাইনে সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস অফলাইনে নাকি অনলাইনে হবে করোনা পরিস্থিতি বিবেচনা করে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে। চলমান পরীক্ষাগুলো চলাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য জানিয়েছেন।
উপাচার্য ইমদাদুল হক বলেন, করোনা পরিস্থিতি দেখে আমরা ডিনস কমিটি, একাডেমিক কাউন্সিলে বসে সিদ্ধান্ত নিব ক্লাস অফলাইনে নাকি অনলাইনে হবে। পরীক্ষা চলাকালীন সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।
গত ৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের করোনার কারণে বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার পরীক্ষাগুলো সশরীরে শুরু হয়েছিল।