জবি শিক্ষার্থীদের সঙ্গে দৌড়ালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘রান উইথ জবি শিবির’ কর্মসূচিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর সঙ্গে দৌড়ে অংশ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই দৌড় শুরু হয়। পরে এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল পার হয়ে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয়। শাখা সূত্রে জানা যায়, কর্মসূচিতে অংশ নিতে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন।
জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফের নেতৃত্বে এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। তিনি শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে পরিবেশটিকে উৎসবমুখর বলে মন্তব্য করেন।
আবু সাদিক কায়েম বলেন, এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন শারীরিকভাবে সুস্থ থাকে, কারণ আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সুস্থতার বিকল্প নেই। বিগত ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রশিবির এমন বৃহৎ কর্মসূচি আয়োজন করতে পারেনি। কিন্তু গত ৫ আগস্টের পর জবি ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য একের পর এক চমৎকার আয়োজন করে চলেছে।
শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা এই আয়োজনের জন্য জবি শিবিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংকট মোকাবিলায় দেশের তরুণদের সজাগ ও ফিট থাকা অত্যন্ত জরুরি। তিনি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তরুণ সমাজের পক্ষ থেকে হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
জবি শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম জানান, আজকের কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’। তিনি এই সফল আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক