ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা, হয়রানি বন্ধসহ আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে আজ শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড় প্রদক্ষিণ করে বকশীবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান বলেন, ‘সভা-সমাবেশে ছাত্রনেতাদের বক্তব্যের কারণে নতুন করে ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের নামে যে মামলা দেওয়া হয়েছে, সেটা দেশের ইতিহাসে নজীরবিহীন। এসব মামলা স্পষ্টভাবে প্রমাণ করে যে, বাংলাদেশে বাক্স্বাধীনতা চূড়ান্ত হুমকির মুখে।’
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাছিরউদ্দীন নাছির, জহিরউদ্দীন আহমেদ, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, শাহজাহান শাওন, সজীব মজুমদার, শাফি ইসলাম, ওয়ালিউর রহমান জনি, জিহাদুল ইসলাম রঞ্জু, শরীফুল ইসলাম প্রধান, মোস্তাফিজুর রহমান, আবুল বাসার, আরিফুল ইসলাম আরিফ, হাসানুর রহমান, শামসুল হুদা সুজন, জসিম উদ্দিন, বায়জিদ হোসেন, ফারুক হোসেন ও মশিউর রহমান।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মুন্সি মেহেদি হাসান সোহাগ, মো. আরিফ হোসেন, কর্মী তানভীর হাসান, ইমন হোসেন, সৈয়দ ইয়ানাথ ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তরিক, নাকিবুল ইসলাম চৌধুরী, নাহিদুজ্জামান শিপন, আবদুর রহিম রনি এবং মিনহাজ আহমেদ প্রিন্সসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার দুই শতাধিক নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।