শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধনের শেষ তারিখ ২৩ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিকেল সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ১৫তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৬। ঢাকা শহরসহ দেশের ১৫টি বিভিন্ন অঞ্চলের কলেজ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি এবং এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যাচ্ছেন। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ২৩ জানুয়ারি।
অলিম্পিয়াডের কাঠামোটি দুটি ভিন্ন অংশে বিভক্ত থাকবে। প্রাথমিক রাউন্ডে আগামী ৩১ জানুয়ারি একযোগে ১৫টি অঞ্চলে অনুষ্ঠিত হবে। এছাড়া চূড়ান্ত রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কার্জন হল এবং এমএইচকে বিজ্ঞান ভবনে।
প্রাথমিক রাউন্ড থেকে নির্বাচিত প্রতিযোগিরা চূড়ান্ত রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। চূড়ান্ত রাউন্ডের বিজয়ীরা ১০ থেকে ১৯ জুলাই উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে এমন তরুণ প্রজন্মের সদস্যদের উদ্দেশে রসায়নকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এটি বাংলাদেশ কেমিকেল সোসাইটির একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বার্ষিক ইভেন্ট। ১৫তম রসায়ন অলিম্পিয়াডে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে এনটিভি।
‘কৃত্রিম বুদ্ধিমত্তার’ যুগ পার করার এই সময়ে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জের মোকাবিলায় তরুণ সমাজকে বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষিত করা সময়ের দাবি। নতুন এই প্রেক্ষাপটে, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক এবং মুক্তচিন্তার অধিকারী করে গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের জন্য একটি যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত কাঠামোর মাধ্যমে তাদের আগামীর পথরেখা তৈরি করতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশ্বাস করে বাংলাদেশ কেমিকেল সোসাইটি।

এনটিভি অনলাইন ডেস্ক