ঢাবি ছাত্রলীগের হল সম্মেলনে প্রাণচঞ্চল টিএসসি চত্বর
দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল সম্মেলন। আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এ সম্মেলন শুরু হয়।
জাতীয় সংগীত, দলীয় সংগীত এবং পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। এ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণ ফিরল। সম্মেলনকে ঘিরে সাজানো হয়েছে টিএসসি চত্বর। সবাই স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করেছেন টিএসসি চত্বরে।
এর আগে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে হল কমিটিতে যোগ্যদের নেতৃত্বে আনা হবে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেছিলেন, নেতৃত্ব নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে একুশ শতকের এ পর্যায়ে ‘নিউ নরমাল রিয়েলিটি’-কে বিবেচনায় নিয়ে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের উপযোগী মানবসম্পদ গড়তে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা সম্পন্ন কর্মীদের দায়িত্ব দেওয়া হবে।
সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, করোনার কারণে আমরা সময়মতো হল সম্মেলন করতে পারিনি। যার কারণে অনেক দেরি হয়ে গেছে। এতে অনেক কিছু ব্যাহত হয়েছে। ছাত্রলীগ শিক্ষার্থীদের একমাত্র প্রত্যাশা। হলগুলোতে আমরা দক্ষ নেতৃত্ব চাই। যারা মেধাবী এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বুকে ধারণ করবে তাদেরই নেতৃত্বে নিয়ে আসা হবে। এবং যাদের বিরুদ্ধে কোনো রকম নেতিবাচক বিষয় আছে, তাদের বিবেচনা করা হবে না।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের দেখভালের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতা—আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এবি এম মোজাম্মেল হক। এ ছাড়া আরও উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।