পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
গাজীপুর সদরে বুধবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে পেট্রলবোমাসহ আটক করে পুলিশ। ছবি : এনটিভি
গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারির দক্ষিণ পাশ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে পেট্রলবোমাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এলাকাবাসী তিন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তিনজনকে পেট্রলবোমাসহ আটক করে থানায় নিয়ে যায়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, আটক হওয়া ছাত্রলীগ নেতাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর