মমেক ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, হল ত্যাগের নির্দেশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শাখা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আজ দুপুর ১২টার দিকে কলেজের জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্র জানায়, নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দলে ভিড়ানো নিয়ে কলেজ শাখার সভাপতি অনুপম সাহা এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান আজ বেলা ১১টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তিন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত সৌমিত কুমার নামের এক শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ জানান, উদ্ভুত পরিস্থিতিতে দুপুর ১২টায় কলেজের জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে সভা করে ছাত্রদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।