রুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের এবার হল ত্যাগের নির্দেশ
একাডেমিক কার্যক্রম স্থগিতের পর এবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪ ও ২০১৫ সিরিজের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।
আজ বুধবার টিনশেড হলের সহকারী প্রাধ্যক্ষ মো. মহিবুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার আন্দোলনরত ওই দুই বর্ষের একাডেমিক কার্যক্রম স্থগিত করে রুয়েট প্রশাসন।
নোটিশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের টিনশেড হলের সব আবাসিক (১৪ ও ১৫ সিরিজ) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ থাকবে। আগামীকাল সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে সহকারী প্রাধ্যক্ষ মো. মহিবুল ইসলাম বলেন, ‘টিনশেড হলে শুধু ১৪ সিরিজের শিক্ষার্থীরা থাকে। এর মধ্যে দুই-একটা কক্ষে ১৫ সিরিজের শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে স্বাভাবিক করার জন্য হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একাডেমিক কার্যক্রম শুরু হলে হল খুলে দেওয়া হবে।’
গত ২৮ জানুয়ারি থেকে ওই দুই সিরিজের শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা আন্দোলন করে আসছে। শিক্ষার্থীদের দাবি, ৩৩ ক্রেডিট প্রথা বাতিল করতে হবে। কারণ ৩৩ ক্রেডিট না তুলতে পারলে এক বর্ষ থেকে অন্য বর্ষে উত্তীর্ণ হওয়া যায় না। তাই তাঁরা আগের ক্যারি অন পদ্ধতিতে যেতে চান। এ পদ্ধতিতে ব্যাক ফ্লপ বা দুই-এক বিষয়ে ফেল থাকলেও পরবর্তীতে বর্ষে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। সেই সঙ্গে আগের ফেল করা বিষয়ে পরীক্ষা দিয়ে পাসের সুযোগ থাকে।