স্বামীর বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হতে নারাজ শিল্পা, বাতিল হলো বিদেশ ভ্রমণও
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার জীবনে আইনি বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি মামলায় বোম্বে হাইকোর্টের আদালতের পক্ষ থেকে কঠোর নির্দেশনার সম্মুখীন হয়েছেন এই তারকা দম্পতি। আদালতের স্পষ্ট নির্দেশনা ছিল ‘আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর বিদেশে যান।’ এই আইনি জটিলতায় পড়ে অবশেষে বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হলেন শিল্পা শেঠি।
চলতি বছরের আগস্ট মাসেই মুম্বাইয়ের এক ব্যবসায়ী রাজ-শিল্পার বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেন। এর ফলে গত সেপ্টেম্বরে মুম্বাই পুলিশ এই দম্পতির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে, যার ফলে তাদের দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আসে। অনুমতি সাপেক্ষেই তাদের বিদেশ ভ্রমণ করতে হবে।
এই লুক আউট নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ-শিল্পা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেও, আদালত তাদের আবেদন সরাসরি খারিজ করে দেয়। আদালত তাদের জানায়, ‘আগে ৬০ কোটি টাকা সমাধান করেন, তারপর লস অ্যাঞ্জেলস বা বিশ্বের যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যান।’ দু‘বার শুনানি হলেও আদালত তার সিদ্ধান্তে অনড় থাকে।
আগের শুনানিতে শিল্পা শেঠি আদালতে দাবি করেছিলেন যে, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি কেবল সংস্থার একজন নির্বাচিত ডিরেক্টর মাত্র। এর উত্তরে প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং গৌতম অখণ্ডের ডিভিশন বেঞ্চ শিল্পাকে একটি চমকপ্রদ প্রস্তাব দেন: ‘যদি বিদেশ যেতে চান, তাহলে স্বামীর বিরুদ্ধে আগে রাজসাক্ষী হোন।’
১৬ অক্টোবরের মধ্যে শিল্পাকে একটি লিখিত হলফনামা (অ্যাফিডেভিট) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যেখানে তার দাবির ভিত্তিতে রাজ কুন্দ্রার স্বাক্ষরও থাকতে হবে। তবে স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে না গিয়ে, শিল্পা শেঠি এবার আদালতে জানালেন যে, তিনি তার বিদেশ ভ্রমণ বাতিল করেছেন। ফলে আইনি জটিলতায় তার বিদেশ যাওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত রইল।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

বিনোদন ডেস্ক