দুই মাসের ছুটি শেষে খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি
দীর্ঘ দুই মাসের ছুটি শেষে আজ রবিবার খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষাও যথারীতি শুরু হয়েছে। বিভিন্ন হলসহ পুরো ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে।
গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৬ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।
অন্যদিকে টানা আট দিন ঈদের ছুটি শেষে আজ খুলেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। সকাল থেকে বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা শুরু হয়েছে।