চাকরি ফিরে পেতে আন্দোলনে ৯৬ কর্মচারী

চাকরি ফিরে পেতে আন্দোলন শুরু করেছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৯৬ কর্মচারী।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বরখাস্ত হওয়া কর্মচারীরা অবস্থান ধর্মঘট শুরু করেন। বিকেল ৩টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
গত ১৬ আগস্ট বিকেলে ৯৬ কর্মচারীর নিয়োগ বাতিল-সংক্রান্ত একটি তালিকা প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে টানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব কর্মচারী গত মার্চে চাকরিতে যোগ দিয়েছিলেন। সে সময় মোট ৩১৩ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. রফিকুল হক। তবে এ নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় বেতন বন্ধ রেখে ইউজিসির পক্ষ থেকে তদন্ত কমিটিও করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি রিভিও কমিটিও গঠন করা হয়। ওই কমিটির সুপারিশে ৯৬ জনকে বরখাস্ত করা হয়।
এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘উপাচার্য মহোদয় হজে আছেন। তিনি না আসা পর্যন্ত (এ বিষয়ে) আমাদের কিছু করার নাই।’