রাবিতে কাল থেকে ‘জালালের গল্প’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামীকাল সোমবার থেকে শুরু হবে তিনদিনব্যাপী ‘জালালের গল্প’ চলচ্চিত্র প্রদর্শনী। আবু শাহেদ ইমন পরিচালিত এই চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দেখানো হবে।
এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করছে রাবির পূর্ণদৈর্ঘ্য ফিল্ম অর্গানাইজেশন। এ বিষয়ে সংগঠনটির প্রচার সম্পাদক মইনুল ইসলাম বলেন, আগামী সোম, মঙ্গল ও বুধবার দুপুর আড়াইটা, বিকেল ৫টা ও সন্ধ্যা সোয়া ৭টায় চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দেখানো হবে।
মইনুল ইসলাম আরো বলেন, ‘আমরা ২০১৪ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। বর্তমানে আমাদের দেশে কিছু কিছু ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে। কিন্তু এ চলচ্চিত্রগুলো দেশের বাইরে ভালো সমাদর পেলেও আমাদের দেশের মানুষ দেখতে পারছে না। তাই আমরা এ ধরনের চলচ্চিত্রগুলো দেখানোর চেষ্টা করি।’
ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় চলচ্চিত্র ‘জালালের গল্প’ ২০১৪ সালের ৫ অক্টোবর মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমি হামিদ, মোহাম্মদ ইমন, আরাফাত রহমান, ফজলুল হক প্রমুখ।
চলচ্চিত্রটি ৮৮তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে নির্বাচিত হওয়াসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার লাভ করেছে।

রাবি সংবাদদাতা