রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবি রাবি ছাত্রদলের
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তুলে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপাচার্য বরাবর স্মারকলিপি দেবেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়া একই দাবিতে আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক মানববন্ধনের ডাক দিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল।
জানা গেছে, গতকাল রোববার (১৮ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে খুলে ফেলেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। এর আগে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে সংশ্লিষ্ট শিক্ষককে ব্যানার সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘একজন সচেতন শিক্ষার্থীর আচরণ কখনও এমন হতে পারে না। রাকসু জিএস হিসেবে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করার কথা থাকলেও তিনি ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টিতে লিপ্ত। তার আচরণ দিনদিন উদ্বেগের জন্ম দিচ্ছে। আমরা তার মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দিহান, তাই তার সুচিকিৎসার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছি।’
ছাত্রদল নেতাদের অভিযোগ, ব্যানার ছেঁড়ার পাশাপাশি শিক্ষক লাঞ্ছিতসহ বিভিন্ন অনভিপ্রেত ঘটনার জন্ম দিচ্ছেন আম্মার, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
ছাত্রদলের এই দাবির বিষয়ে বক্তব্য জানতে সালাউদ্দিন আম্মারকে একাধিকবার কল দেওয়া হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আবু ছালেহ শোয়েব, রাবি প্রতিবেদক