রাবিতে ছায়া-জাতিসংঘ সম্মেলন শুরু ২১ এপ্রিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী ছায়া-জাতিসংঘবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হতে যাচ্ছে ২১ এপ্রিল।
গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) সভাপতি আরাফাত হাসান।
সংবাদ সম্মেলনে আরাফাত হাসান বলেন, ২১ এপ্রিল রাবির জিওগ্রাফি কনফারেন্স কক্ষে সম্মেলনের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। এ ছায়া সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, মানবাধিকার কাউন্সিল, শরণার্থী হাইকমিশনার এবং ইন্টারপোলের চারটি কমিটি থাকবে। চার দিনের এ সম্মেলনে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, নর্থ সাউথসহ মোট ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৭০ শিক্ষার্থী কমিটিগুলোতে অংশ নেবেন।
আরইউমুনার সভাপতি আরো বলেন, “‘প্রটেস্টিং টেররিজম সিকউরিং সিভিল রাইটস’ প্রতিপাদ্য সামনে রেখে আমরা কমিটি এবং এর এজেন্ডাগুলো সাজিয়েছি। এর মাধ্যমে একজন শিক্ষার্থী আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পাবে।”
আগামী ২৪ এপ্রিল সিনেট ভবনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণকারীদের ১৬ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আরইউমুনার উপদেষ্টা অধ্যাপক শাহ আজম শান্তনু, আশিকুল ইসলাম অনিকসহ সংগঠনের অন্যান্য সদস্য।

রাবি সংবাদদাতা