রাবিতে সাইকেল চুরি, পিটিয়ে পুলিশে সোপর্দ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে পুলিশে দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
আটক ওই ব্যক্তির নাম আরিফুল ইসলাম (২৩)। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডীর মধ্যপাড়া এলাকায় থাকেন।
সাইকেলের মালিক হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুর আলম বলেন, ‘হবিবুর রহমান হলের প্রথম ব্লকের নিচতলায় আমি সাইকেল রাখি। আমার কক্ষ থেকে সাইকেল দেখতে পাওয়া যায়। দুপুর আড়াইটার দিকে লক্ষ করি, আমার সাইকেলের তালা কেউ ভাঙার চেষ্টা করছে। তখন আমি দ্রুত বাইরে এসে কয়েকজন শিক্ষার্থী মিলে আরিফুল ইসলামকে ধরে ফেলি। পরে তাঁকে মারধর করে আটকে রাখা হয়।’
এদিকে চুরির ঘটনায় ওই ব্যক্তিকে আটকে রাখার পর হলের প্রাধ্যক্ষ ড. এস এম এক্রাম উল্লাহকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে অভিযোগ করেন হলের শিক্ষার্থীরা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।
হলের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত ১০ দিনে সাত-আটটি সাইকেল এই হল থেকে চুরি হয়েছে। আজকের এই ঘটনা ঘটার পরও হল প্রাধ্যক্ষ তিন ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হতে পারেননি। একের পর এক এই রকম চুরির ঘটনা ঘটেই চলেছে। তাহলে শিক্ষার্থীদের জিনিসপত্রের নিরাপত্তা কোথায়?
হল প্রাধ্যক্ষ ড. এস এম এক্রাম উল্লাহ বলেন, ‘আমি অসুস্থ, ফোনটা অন্য কক্ষে ছিল বলে বুঝতে পারিনি। তবে পরে বিষয়টি জানতে পেয়ে আমি হলে আসি। এসে ওই লোককে পুলিশে সোপর্দ করি।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে এক ব্যক্তিকে সাইকেল চুরির অভিযোগে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। অভিযুক্ত ওই লোক এখনো আমাদের হেফাজতে রয়েছে। তবে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। আর না করলে আমরা তাঁকে ছেড়ে দেব।’

রাবি সংবাদদাতা